ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘর ভেঙে গাছ কেটে তৈরি হলো রাস্তা

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১২ মার্চ ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে ব্যক্তিগত স্বার্থে এক পরিবারকে ঘরে তালাবদ্ধ করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি পাকা ঘর ভাঙচুর ও ৪০-৫০টি ফলজ গাছ কেটেছে অভিযুক্তরা।

উপজেলার দোয়ানীয়া গ্রামের এ ঘটনায় ভুক্তোভোগী মৃত পেদ্র ক্রুশের ছেলে সেন্টু আন্তনী ক্রুশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও ভুক্তোভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য যায় নাগরী ইউপি কর্তৃপক্ষ। কিন্তু শুধু ব্যক্তিস্বার্থে ৬ ফুট প্রস্থ ও ১২শ ফুট দৈর্ঘ্যের ওই রাস্তায় বাধা হয় ওই গ্রামের সেন্টু আন্তনি ক্রুশের পৈত্রিক সম্পত্তি। জোরপূর্বক রাস্তা নির্মাণের আয়োজনের বিষয়টি টের পেয়ে সহযোগিতার জন্য থানায় যান সেন্টু। এই সুযোগে একই গ্রামের স্ট্যানলি, তিরিয়া গ্রামের নিপু কস্তাসহ অজ্ঞাত আরো ১৫-১৬ জন সেন্টুর বাড়িতে হামলা চালায়। এসময় সেন্টুর স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রাখে তারা। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলেও অস্ত্রের ভয় দেখানো হয় তাদের।

pic

এরপর রাস্তা নির্মাণের জন্য প্রথমে সেন্টুর একটি পাকা ঘর ভেঙে ও পরে ওই রাস্তার সীমানায় পড়া প্রায় ৪০-৫০টি ফলজ গাছ কেটে সন্ত্রাসীরা ইটের রাস্তা নির্মাণ করে তালাবদ্ধ ঘরের চাবি ছুড়ে দিয়ে চলে যায়।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে থানার এসআই আবুল হাশেম গিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বরং পুলিশ সাময়িক সময়ের জন্য রাস্তা তৈরি বন্ধ রাখলেও পরবর্তীতে তা সম্পূর্ণ করে সন্ত্রাসীরা।

সূত্র আরো জানায়, স্ট্যানলি দীর্ঘদিন যাবৎ সেন্টু ক্রুশের বাড়ি দখলের চেষ্টা করে আসছিল। এ ব্যাপারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে সেন্টু বাদী হয়ে গাজীপুরের ৫ম সহকারী জজ আদালতে এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কিন্তু মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তার পরিবারকে ঘরে তালাবদ্ধ করে জোর পূর্বক রাস্তা নির্মাণ করে অভিযুক্তরা।

pic

ইউপি সদস্য অরুন রোজারিও জানান, রাস্তা নির্মাণের ব্যাপারে ইউপি চেয়ারম্যান তাকে কিছুই জানায়নি। তবে চেয়ারম্যানের উপস্থিতিতে রাস্তা নির্মাণ হয়েছে বলে তিনি শুনেছেন।

চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া জানান, সেন্টু যাদের কাছে জমি বিক্রি করেছে তাদেরকে এখন রাস্তা দিচ্ছে না। কারো ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে ইউনিয়ন পরিষদ জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে পারে কিনা এমন প্রশ্নে তিনি জানান, রাস্তাটি সাবেক চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত ছিল। তিনি এসে বাস্তবায়ন করছেন।

থানার ওসি মো. আলম চাঁদ জানান, এ ব্যাপারে তার জানা নেই এবং অভিযোগের কথাও অস্বীকার করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চেয়ারম্যানকে এ রাস্তা অনুমোদনের জন্য নিষেধ করেছেন। এক-দুইজনের স্বার্থে রাস্তা নির্মাণের জন্য সরকারের একটি টাকাও বরাদ্দ দেবেন না বলে জানান তিনি। তবে যেহেতু দুই খ্রিস্টান পরিবারের মধ্যে ঝামেলা, তাই সংশ্লিষ্ট এলাকার ফাদার ও প্যারিসকে বিষয়টি মিমাংশার দায়িত্ব দেয়া হয়েছে।

আব্দুর রহমান আরমান/এফএ/জেআইএম

আরও পড়ুন