চাঁদপুরের পালবাজারে ভয়াবহ আগুন
চাঁদপুর শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার পালবাজারে আগুন লেগে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার ভোর সাড়ে ৫টায় বাজারের বকুলতলা রোডে বাসু সৈয়ালের মুদি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ী মুকবুল হোসেন জানান, ভোরে বাজারের বকুলতলা রোডে বাসুর দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। পরে তারা সকাল ৬টায় ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এই ব্যবসায়ী।
চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত হই। কিন্তু বাজারে গাড়ি ঢোকার মত অবস্থা না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম