সোনাগাজীতে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার
সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীকে শৃংখলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
টুটুলের বহিস্কারাদেশ সম্পর্কে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সায়েদুল হক জানান, জেলা ছাত্রলীগের পরামর্শক্রমে শৃংখলা বিরোধী কাজে জড়িত থাকার দায়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীকে সাময়িক ভাবে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
১৯ জুলাই রাতে সোনাগাজী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় টুটুলসহ অন্যান্যরা। পরে এ ঘটনায় অপহরণের মামলা দায়ের হলে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার টুটুলকে গ্রেফতার করে। আটককৃত ছাত্রলীগ নেতা টুটুল পাটোয়ারী সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারীর ছেলে।
জহিরুল হক মিলু/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর