ডিসির উপস্থিতিতে জুতা পায়ে শহীদ মিনারে অ্যাক্রোবেটিক শো
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনারে জুতা পায়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্রোবেটিক শো।
সোমবার সন্ধ্যার পর মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলভীবাজারের শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক শো জুতা পায়ে দিয়ে প্রদর্শন করেছেন শিল্পীরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। জুতা পায়ে শহীদ মিনারে অনুষ্ঠান করায় উপস্থিত দর্শকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক আহমদ আফরোজ। তিনি জানান, এসব বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল। শহীদ মিনারে জুতা পায়ে অনুষ্ঠান করা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে জেলা কালচারাল অফিসার জ্যোতি সিংহা জাগো নিউজকে বলেন, বিষয়টি খেয়াল ছিল না। ভুল হয়ে গেছে। প্রতি বছর এই শো পালিত হয়ে আসছে। গত বছর মৌলভীবাজার অডিটরিয়ামে হয়েছিল।
এ ব্যাপারে কথা বলার জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অ্যাক্রোবেটিক শো’র আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
রিপন দে/এএম/এমএস