কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ বলেছেন, কৃষি`র উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতে পর্যাপ্ত ভুর্তকি প্রদান করছে। আর কৃষি উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
শুক্রবার দুপুরে দিনাজপুর গম গবেষণা কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলকে পানির অপচয় কমিয়ে ফসল উৎপাদনে নজর দিতে হবে। সেচ কম লাগে এমন ফসল উৎপাদন করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সৌমেন সাহা, দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড.পরিতোষ কুমার মালাকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহিদুল ইসলাম, ড.বদিউজ্জামান লেবুসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের আটটি জেলার শতাধিক কৃষি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, গবেষক, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেয়। এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ দিনাজপুর গম গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে