কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এম,এল,এম লাল পতাকা) আঞ্চলিক নেতা পলাশ মালিথা (২৮) নিহত হয়েছেন। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবুল মালিথার ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে মিরপুরের ভাঙ্গা বটতৈল নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতৈল নামক স্থানে গাছ কেটে সড়কের উপর ফেলে ডাকাতির চেষ্টা চালাচ্ছেন ১০/১২ জনের একটি চরমপন্থী সন্ত্রাসী দল। এমন সংবাদে মিরপুর থানা পুলিশ সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থী দলের সদস্যরা পালিয়ে যান। এসময় পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় পূর্ব বাংলা কমিউনস্টি পার্টি (এম,এল,এম লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার পলাশকে উদ্ধার করে। এবং সেখান থেকে একটি সার্টারগান, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে পলাশকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পলাশ মালিথা একজন চরমপন্থী সন্ত্রাসী। তার বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি বোমাবাজি ও চাঁদাবাজিসহ একডজন মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণ
- ২ ‘হাসিনা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না’
- ৩ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ৪ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৫ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত