ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াশা কাটিয়ে দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৫ মার্চ ২০১৮

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এরঅাগে ভোর ৫টার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দিক নির্ণয় না করতে পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে অাটকা পড়ে ৪টি ফেরি।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অাটকা পড়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. অাবু অাব্দুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি বন্ধ থাকায় যে যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে ফেরি চলাচল স্বাভাবিক হলে সেগুলো দ্রুত পার হয়ে যাবে।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

আরও পড়ুন