ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে আগুনে পুড়ল স্কুলের শ্রেণিকক্ষ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৬ মার্চ ২০১৮

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংঙ্গা বাজার সংলগ্ন নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের ২টি শ্রেণিকক্ষ, ৪টি দোকান ও ১টি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

আগুনে টিনশেড ঘরের স্কুলের আসবাবপত্র, দোকানে চার্জরত অবস্থায় থাকা ৬টি ব্যাটারি চালিত আটোরিকসা ও ১টি ইজিবাইক এবং বতসঘরের আসবাবপত্রসহ নগদ ১ লাখ টাকা পুড়ে গেছে। এতে সব মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে স্কুল, দোকান ও বাড়ির সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের ধারণা দোকানে চার্জরত অবস্থায় থাকা ব্যাটারিচালিত অটোরিকসা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সকালে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।

অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ খালেক পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতেককে ৩ হাজার টাকা ও ১ বান্ডিল করে ঢেউটিন দেয়ার ঘোষণা দেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

আরও পড়ুন