ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৬ মার্চ ২০১৮

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মিলন আকন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিলন আকন দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ আকনের ছেলে। তিনি দীর্ঘ দিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, মিলনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় তিনটি এবং রাজাপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

হাসান মামুন/আরএআর/পিআর

আরও পড়ুন