বাগেরহাটে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে পদদলনে আহত ২০
বাগেরহাটে জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলনে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শহরের শালতলা এলাকায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বক্তব্য চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগলে হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মন্ত্রীসহ অতিথিরা দ্রুত সভাস্থল ত্যাগ করেন।
আহতদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বাগেরহাট সদরের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল এবং পূজা উদযাপন পরিষদের নেতারা হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

আহতরা হলেন- মিতালী রায়, শিখা মজুমদার, রবি দাসী, কল্পনা মজুমদার, অর্জুন বিশ্বাস, বকুল মন্ডল, সুমতি মন্ডল, উষা ঘরামি, অঞ্জনা বসু ও যুথী মল্লিকসহ ২০ জন। এদের সবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি উড়তে থাকে। এ সময় সম্মেলনস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে সেখানে থাকা হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করেন। এতে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী বলেন, পদদলিত হয়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটর উপদেষ্টা শিব প্রসাদ ঘোষ।
শওকত বাবু/আরএআর/পিআর