দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুসা করিমুল্লাহ (৩৫)। তিনি চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের মোতালেব হোসেনের বড় ছেলে ও সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টায় মুসা করিমুল্লাহ (৩৫) বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার সময় চার্জারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শনিবার সকাল ১১ টায় তাকে জানাযা শেষে দাফন করা হয়। তিনি রমজানের ২ দিন আগে দুই মাসের ছুটিতে দিনাজপুরে বাবা মার কাছে এসেছিলেন।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে