সাতক্ষীরায় পানের বরজ পুড়ে ছাই
সাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে একটি পানের বরজ ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ গ্রামে এ ঘটনা ঘটে।
পানের বরজের মালিক বৃন্দা দে জানান, পানের বরজে আগুন লেগে ধোঁয়া উঠতে দেখে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করার আগেই বাগানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, আমি মোবাইলে ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না