ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভূঁইয়া বাড়িতে চিরনিদ্রায় শায়িত রফিক-বিপাশা-অনুরুদ্ধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২০ মার্চ ২০১৮

নেপালের ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা বিমান দুর্ঘনায় নিহত ২৩ বাংলাদেশির মধ্য নোয়াখালীর একই পরিবারের তিনজনের মরদেহ সোনাইমুড়ী উপজেলায় দাফন করা হয়েছে।

মঙ্গলাবার ভোরে নিহতদের গ্রামের বাড়ি উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামের সাতানী ভূঁইয়া বাড়িতে মরদেহ এসে পৌঁছায়। এরপর সকাল ১০টায় কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাতানী ভূঁইয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এরা হলেন- এনজিও কর্মকর্তা রফিকুজ্জামান রিমন, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং ছেলে অনুরুদ্ধ জামান।

নিহতদের মরদেহ ভোরে গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে নিহতদের এ নজর দেখতে বাড়িতে ভিড় করে লোকজন।

জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিনা পাল নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিহত রফিকুজ্জামান কেশারখিল গ্রামের মনিরুজ্জামানের বড় ছেলে। তার ছোট ভাই রিয়াজুজ্জামান কানাডায় ও দুই বোন জান্নাত আরা ও রেফায়েত ঢাকায় বসবাস করেন।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

আরও পড়ুন