নাটোরের চার জঙ্গি রিমান্ড শেষে কারাগারে
নাটোরের দিঘাপতিয়ার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার চার জঙ্গির দ্বিতীয় দফা রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুই দফায় রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাদের নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে চার জঙ্গিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাদাদ জানান, চার জঙ্গি সদস্যকে প্রথমে ৫ দিনের রিমান্ড শেষে গত রোববার বিকেলে আদালতে হাজির করে অধিকতর তদন্তের স্বার্থে আরও দুইদিনের রিমান্ডে নেয়া হয়।
পরে জেলা গোয়েন্দা পুলিশ রিমান্ড প্রাপ্তদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে চার জঙ্গিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এখন তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনে আবারও তাদের রিমান্ডে নেয়া হতে পারে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের একটি জঙ্গি আস্তানা থেকে গোপন বৈঠক করার সময় ৪ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় জঙ্গি আস্তানা থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট মডেম, তিনটি ছোরা, বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়।
রেজাউল করিম রেজা/এএম/পিআর