ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩০ হাজার মিটার জালসহ ১৫ জেলে আটক

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২১ মার্চ ২০১৮

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকার করার দায়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে সদরের মজু চৌধুরীর হাট এলাকায় জব্দ করা জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে বিকেলে সদর উপজেলার চরমনী মোহন, বুড়ির ঘাট ও কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে আটক প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

আটক জেলেরা হলেন, সদরের চরমনী মোহন এলাকার মফিজ, শামীম, বরিশালের মেহেদীগঞ্জের ফরিদ, ইসমাইল, ইউছুফ, আলামিন, রাকিব, রুবেল, জাহিদ, মান্নান, মোকলেছ, ছাইদুল, শহিদুল, বাহার ও ভোলার উত্তর ইলিশার আলাউদ্দিন।

কাজল কায়েস/এফএ/পিআর

আরও পড়ুন