ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবহেলিত তাড়াশে শতভাগ বিদ্যুৎ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২২ মার্চ ২০১৮

 

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের প্রত্যন্ত তাড়াশ উপজেলাটি ২১২ কোটি টাকা ব্যয়ে শত ভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। ৮টি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ পাওয়ায় এক আনন্দ আমেজ বিরাজ করছে উপজেলা জুড়ে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিস সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২-২৫ মার্চে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫০টি উপজেলায় শতভাগ বিদ্যুতের উদ্বোধন করবেন। এর মধ্যে এক সময়ের অবহেলিত জনপদ তাড়াশও রয়েছে।

জানা যায়, বাংলাদেশের বৃহতম বিল চলনবিলের মধ্যেস্থলে তাড়াশ উপজেলা। আশির দশকে তাড়াশে বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের পর প্রায় ৩ দশকে ৩০-৪০ ভাগ বিদ্যুৎ সরবরাহ ছিল। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির ফলে উপজেলার ৮টি ইউনিয়নে হাজার হাজার মানুষ বিদ্যুতের আলো পাচ্ছে।

তাড়াশ-সিরাজগঞ্জ-প্রবিস-১ এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজামান জানান, গত দুই বছরে তাড়াশে ২৯৮ বর্গ কিলোমিটার আয়তনে এ এলাকায় প্রায় ১ হাজার ৬১ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ করা হয়। এতে ১৭৮টি গ্রামের ৪৯ হাজার ৫শ গ্রাহক নতুন করে বিদ্যুৎ সুবিধা পেয়েছেন। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ১২ কোটি টাকা। বর্তমানে তাড়াশে আনাচে-কানাচে বিদ্যুৎ পৌঁছে গেছে। তিনি জানান, তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহের একটি উপকেন্দ্র রয়েছে। অপরদিকে ১০ এম ভি এ ক্ষমতা সম্পন্ন ওই উপকেন্দ্রটি ২০ এম ভি এ করার পরিকল্পনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন জানান, তাড়াশে শতভাগ বিদ্যুতায়নের কাজ এখন দৃশ্যমান। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের আরো একটি দৃষ্টান্ত।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/আরআইপি

আরও পড়ুন