মাথায় নারকেল পড়ে প্রাণ গেল শিশুর
কক্সবাজারের রামুতে গাছ থেকে মাথায় নারকেল পড়ে প্রাণ হারিয়েছে ১০ মাসের শিশু অভিনূর। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ব্যবসায়ী রোকন উদ্দিনের একমাত্র সন্তান। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভির মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির এক সদস্য শিশুটিকে কোলে নিয়ে উঠানে হাঁটাহাঁটি করছিল। এ সময় পাশের গাছ থেকে হঠাৎ একটি নারকেল শিশুটির মাথায় পড়লে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
বৃহস্পতিবার শিশুটির মাথায় অপারেশন করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশু অভির মৃত্যুতে পুরো পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান