ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদার মদদে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও বিচরণ করছে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, খালেদা জিয়ার মদদে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও বিচরণ করছে। খালেদা জিয়া এখনও বলছেন- মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হননি, দুই লাখ মা-বোনের সম্মানহানি হয়নি। দেশবাসীকে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিব্রত করছেন বিএনপি নেত্রী।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী মুক্তিযোদ্ধা স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার সরকার খাওয়াচ্ছেন। তিনি আন্তর্জাতিকভাবে সফল প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

শাহজাহান কামাল বলেন, শোনা যাচ্ছে লক্ষ্মীপুরের অফিস-আদালতে স্বাধীনতাবিরোধীদের কর্তৃত্ব চলছে। এখানে এখনও স্বাধীনতাবিরোধীদের বেশি বিচরণ।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।

কাজল কায়েস/আরএআর/আরআইপি

আরও পড়ুন