ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৫ মার্চ ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে গাছের সঙ্গে বাঁধা লালচাঁন শেখ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে ইউনিয়নের মামাসার গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ওসি জিল্লুর রহমান জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ মানিক শেখের বাগানের একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় লালচাঁন শেখের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, এই গ্রামের মৃত সমের উদ্দিন শেখের ছেলে লালচাঁন শেখ। লালচাঁনের দুই ছেলে কাতার ও ইতালি প্রবাসী। সকালে বাগানের একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মৃত লালচাঁনকে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/এমএস