লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
অস্ত্র-গুলিসহ গ্রেফতার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সুজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার করেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার উত্তর হানুবাইশ গ্রাম থেকে গত ১৭ মার্চ মহি উদ্দিন সুজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে গিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়। সুজনের বিরুদ্ধে ১৫ মার্চ নুরনবী নামের এক ব্যক্তিকে আঘাত করে বাম চোখ নষ্ট করে দেয়া ও কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় সুজনকে প্রধান করে মামলা হয়।
এদিকে, সুজনের বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার রামগঞ্জে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছিল। এছাড়া তার মুক্তির দাবিতে কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা সুজন বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
কাজল কায়েস/এএম/আরআইপি