ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ. লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ বেকার থাকে না

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৫ মার্চ ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ বেকার থাকে না। দেশে ব্যাপক উন্নয়ন হয়। ঘরে-ঘরে শিক্ষিত লোকের সংখ্যা বাড়ে। এসব মেনে নিতে না পেরে স্বাধীনতাবিরোধীরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ওই গ্রামের ১১৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এতে ৪২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা ব্যয়ে ২.৮৪৭ কিলোমিটার লাইন স্থাপন করা হয়।

বিমানমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সারাদেশ বিদ্যুতের আওতায় আসবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

কাজল কায়েস/এএম/জেআইএম

আরও পড়ুন