বিশেষ কায়দায় রাখা সাড়ে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬
বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার নন্দকুল গ্রামের সাইদুরের বাড়ি থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- বগুড়া শহরের মালগ্রামের ফজলু সরদারে ছেলে মোহাম্মদ হারুন (৩০), একই এলাকার আজিমুদ্দিন শেখের ছেলে আমিন শেখ (২৪), নয়া মিয়ার ছেলে আবু বক্কর ওরফে ভিকু (২৪), বগুড়া শহরের জামিল নগর এলাকার বেলাল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (৩০), সদরের গোলাগাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩০) এবং বগুড়া শহরের কলোনী এলাকার মোহাম্মদ সুলতানের ছেলে ইমরান হোসেন (৩০)।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, আটকদের কাছ থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কক্সবাজার থেকে বগুড়ায় নিয়ে এসে তারা ইয়াবাগুলো বিভিন্ন স্থানে বিক্রি করতো।
বগুড়া জেলা ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, বিশেষ কায়দায় তারা ইয়াবাগুলো ছোট ছোট প্যাকেটে করে শরীরের সঙ্গে বেঁধে বহন করে নিয়ে আসে এবং কেউ কেউ সেটি পায়ুপথে রেখে বগুড়ায় এসে মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করে নেয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরএআর/পিআর