সিরাজগঞ্জে শিলাবৃষ্টিতে কৃষকের মৃত্যু, আহত ৬
ফাইল ছবি
সিরাজগঞ্জের চৌহালীতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দিপূর্ব চরে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আব্দুল শেখের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালকান্দি চর থেকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য জেলহাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শাহজাহান আলীর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার