গাইবান্ধায় ৭ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু
গাইবান্ধা শহরের পৌরপার্কের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিল্পী শাহ মাইনুল ইসলাম শিল্পুর ‘ত্রয়াঙ্গিক বিন্যাস’ শীর্ষক চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ২৫০ জন শিশু-কিশোর অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রামস মো. রজব আলী। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কবি সরোজ দেব ও অঙ্কন শিল্পী শিশির মল্লিক প্রমুখ।
পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ চিত্র প্রদর্শনী আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
রওশন আলম পাপুল/এএম/পিআর