ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ মার্চ ২০১৮

পূর্ব শক্রতার জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে নারীসহ আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার বেলকুচি উপজেলার চন্দনগাতী কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক চন্দনগাতী কালীবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উপজেলার চন্দনগাতী কালীবাড়ি গ্রামের আব্দুল মমিন ওরফে লাল চাঁন ও তার ছেলে হামিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চন্দনগাতী কালীবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের সঙ্গে লাল চাঁনের ছেলে হামিদুল ইসলামে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হামিদুল ইসলাম লোকজন নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারপিট করে। এ সময় তারা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত ও তার স্ত্রী আলেয়া খাতুনসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

আরও পড়ুন