শ্যামনগরে নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে স্মারকলিপি
আইলা দুর্গত শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বারসিক ও স্থানীয় একতা যুব সংঘের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুল আহসানের কাছে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পদ্মপুকুর ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের সর্বাধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনপদ শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর। এ ইউনিয়নের কামালকাটি ও খুঁটিকাটা নামক স্থানে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চরম ঝুঁকিতে বসবাস করছেন ইউনিয়নের ৩০ হাজার মানুষ। আইলার পর এখনো কোনো স্থায়ীবাঁধ নির্মিত না হওয়ায় ম্লান হয়ে যাচ্ছে সরকারের সব উন্নয়ন। স্মারকলিপিতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মণ্ডল, জাকির হোসেন, পতিত মণ্ডল, বারসিকের শাহীন ইসলাম, মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমজেড/পিআর