গাজীপুরে এক প্রার্থীর হামলায় অপর প্রার্থীসহ আহত ৫
গাজীপুরের ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণাকালে এক প্রার্থীর হামলায় অপর প্রার্থী ইসমাইল হোসেন ও তার স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত প্রার্থী ও তার স্ত্রীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাকিব আল ফয়সাল, সাকিব আহমেদ সেতু, জালাল উদ্দিন ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
ভাওয়াল গড় ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী ইসমাইল হোসেন জানান, ২৯ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ভাওয়াল গড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী হিসেবে তিনি তার স্ত্রী ও লোকজনসহ নির্বাচনী এলাকায় সোমবার রাতে (ঘুড়ি মার্কার) নির্বাচনী প্রচারে বের হন।
ইসমাইল হোসেন অভিযোগ করেন, শিরিরচালা এলাকায় (বাদল ডাক্তারের বাড়ির পাশে) প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলিম উদ্দিনের (তালা মার্কার) লোকজন আমাদের ওপর হামলা চালায়।
এ সময় আমি ও আমার স্ত্রী সেলিনা ও কর্মী মিনহাজসহ পাঁচজন আহত হয়। সেইসঙ্গে তারা আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়। পরে সেলিনা ও মিনহাজকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর সদর উপজেলার তিনটি ইউপি নির্বাচনের রিটার্নি অফিসার মো. আসলাম জানান, সোমবার মধ্য রাতে ফোনে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ব্যাপারে তারা লিখিত অভিযোগ দেননি।
জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
আমিনুল ইসলাম/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি
- ২ মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিসের পাশে মিললো বোমা সদৃশ বস্তু
- ৩ আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল
- ৪ বিগত সময়ে তিনটি দল ব্যর্থ হয়েছে, মানুষ এখন পরিবর্তন চায়
- ৫ এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই: নির্বাচন কমিশনার আবুল ফজল