ফুলবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের এক দিন পর আলী হোসেন নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার পুলিশ। রোববার সকাল ৮টার দিকে পৌর এলাকার প্রফেসরপাড়া থেকে অর্ধ বালুচাপা দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু আলী হোসেন পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের মাহবুব মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মাথায় আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যা করে তার মরদেহটিকে মাটি চাপা দিয়ে রেখেছিল।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকাল ৭টায় স্থানীয় উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের ডাড়ারপাড় নামক স্থানে অর্ধ মাটিচাপা দেয়া অবস্থায় শিশু আলী হোসেনের মরদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় শিশু আলী হোসেনের পিতা মাহবুব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে