ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতীয় ট্রাকে প্রাণ গেল বাংলাদেশি গৃহবধূর

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৮ মার্চ ২০১৮

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ময়না বেগম (৩০) নামে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী আবেদ আলী (৪০) ও ছেলে মিজানুর রহমান (১২) গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার বিকেলে ওই দম্পতি ছেলেসহ মোটরসাইকেল যোগে বুড়িমারী স্থলবন্দর থেকে নিজ বাড়িতে ফেরার পথে কামারেরহাট সোনারভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমদানিকৃত পাথর আনলোড করতে ভারতীয় ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর থেকে সোনারভিটা এলাকায় যাওয়ার পথে সেটিকে ওভারটেক করছিল মোটরসাইকেল আরোহী ওই দম্পতি। এ সময় একই দিকে যাওয়া ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে আবেদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তার স্ত্রী ট্রাকের ভেতরের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং ছেলে পাশেই ছিটকে পড়েন। দুর্ঘটনার পর দমকল বাহিনী ও পুলিশ গিয়ে ট্রাকের পাথর আনলোড করে মরদেহ উদ্ধার করে। আহত বাবা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

আরও পড়ুন