গাজীপুরে ২ যুবকের মৃত্যু
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের নাম জিয়ারুল (৩৮)। তিনি নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বানাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী লেনে একটি গাড়ি জিয়ারুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ জানান, শ্রীপুর রেলস্টেশনে সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরণে লাল শার্ট ও বাদামি রঙের প্যান্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি
- ২ মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিসের পাশে মিললো বোমা সদৃশ বস্তু
- ৩ আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল
- ৪ বিগত সময়ে তিনটি দল ব্যর্থ হয়েছে, মানুষ এখন পরিবর্তন চায়
- ৫ এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই: নির্বাচন কমিশনার আবুল ফজল