চট্টগ্রামের গোসাইলডাঙ্গা ও নাজিরহাটে ভোটগ্রহণ চলছে
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর (গোসাইলডাঙ্গা) ওয়ার্ড ও নাজিরহাট পৌরসভাসহ দেশের ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ১টি ওয়ার্ড এবং একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
গোসাইলডাঙ্গার নির্বাচন নিয়ে রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওয়ার্ডের ১৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে একজন এসআই ও একজন এএসআইয়ের নেতৃত্বে কনস্টেবল-আনসারসহ মোট ২২ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন।

তিনি আরও জানান, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ও র্যাবের সাতটি টিম মাঠে কাজ করবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে এক প্লাটুন বিজিবি গতকাল (বুধবার) থেকে এলাকায় টহল দিচ্ছে।
এদিকে, নাজিরহাট পৌরসভার আজ প্রথম নির্বাচন। প্রথম পৌরপিতা নির্বাচ করতে মোট ৪০ হাজার ৮৫ জন ভোটার তাদের অধিকার প্রয়োগ করছেন। এ উপলক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি, মোবাইল টিমসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল হক ফৌজদার জানান, মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি জানান, গতকাল রাতেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুল হক চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা সিরাজ উদ দৌল্লা।

অন্যদিকে নগরের গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ত্রিমুখী লড়াইয়ে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোর্শেদ আলীর সঙ্গে আছেন তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী ও একমাত্র নারী প্রার্থী বিবি মরিয়ম। এর মধ্যে কাউন্সিলর প্রার্থী বিবি মরিয়মের পক্ষে মাঠে নেমেছেন বন্দর আসনের এমপি এমএ লতিফ।
বিবি মরিয়ম ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা। তিনি মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরের বড় বোন।ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোর্শেদ আলী ওয়ার্ডের বঙ্গবন্ধু পরিষদসহ একাধিক সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়া নির্বাচনে লড়ছেন গোসাইলডাঙ্গা ওয়ার্ড থেকে তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতির পদে রয়েছেন।
এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ২ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৩ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৪ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৫ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭