ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোহনগঞ্জে জালভোট দেয়ায় আটক ৩

জেলা প্রতিনিধি | নেত্রকোণা | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৯ মার্চ ২০১৮

 

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেথুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জালভোট দেয়ার সময় বাবু মিয়া, রুহুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সিবলী সাদিক জানান, ইউনিয়নের ৯টি কেন্দ্রে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট কাজ করছে। ইতোমধ্যে জালভোট দেয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তেথুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ মারা যাওয়ায় এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৩ হাজার ৭শ ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ। তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সদ্যপ্রয়াত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের স্ত্রী সামিনা ইয়াসমিন।

কামাল হোসাইন/এফএ/আরআইপি

আরও পড়ুন