লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে সামসুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরও চারজন আহত হয়েছেন। তাদেরকে হাতীবান্ধা ও রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় ২৫ শত জমির নিয়ে মৃত অনর উদ্দিন গাটিয়ার ছেলে সামসুল ইসলামের সঙ্গে রহমতুল্লাহ ছেলে তোফাজ্জাল হোসেনের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সামসুল ইসলাম ওই জমিতে হাল চাষ করতে গেলে এ নিয়ে তোফাজ্জালের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তোফাজ্জাল ও তার লোকজনের লাঠির আঘাতে সামসুল ইসলামসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে সামসুল ইসলামের মৃত্যু হয়।
আহতরা হলেন- নাজমা বেগম (৩০), নাজমুল ইসলাম (২২), বাবুল হোসেন (২৮), নাজিরুল (২৮)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন কুমার বলেন, এলাকার পুলিশ মোতায়ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিউল হাসান/আরএ/পিআর