ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৯ মার্চ ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে অভিযান চালিয়ে ১৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা সদরের চন্দ্র নারায়ণপুর গ্রামের মৃত আনোয়ারের ছেলে হুমায়ন কবির আনাম (৪৯) ও একই এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে ইসরাইল হক (৬২)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরাঁ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

আরও পড়ুন