স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলাকারী যুবলীগ নেতার শাস্তি দাবি
সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় হামলা করে অনুষ্ঠান পণ্ড করে দেয়ার ঘটনায় গ্রেফতার জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নানের শাস্তি দাবি করেছেন নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে যুবলীগ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মান্নান আটক হলেও তার বাহিনীর সদস্যরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে।
তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত। তারা আবারও শহরে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মান্নানকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বক্তরা বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু, যুবলীগ সদস্য মহি আলম , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী প্রমুখ।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না