ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জীবননগরে আওয়ামী লীগ ৪, স্বতন্ত্র ১

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৯ মার্চ ২০১৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা, হাসাদহ ও রায়পুর এবং আলমডাঙ্গা উপজেলার আইলহাস ও নাগদাহ ইউপির নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের চার ও এক স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, বাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আ. কাদের প্রধান নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রবি বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে, রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আ. রশিদ শাহ আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল মালেক নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাচন নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম

আরও পড়ুন