ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় ৪ হাজার ইয়াবাসহ একজন আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১১:১১ এএম, ৩০ মার্চ ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৪ হাজার ৮২০ পিস ইয়াবাসহ ইলু মিয়া (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কর্নেল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তিনি ওই গ্রামের সিমনগর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল রাত সাড়ে ১২টার দিকে আখাউড়ার কর্নেল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইলু মিয়ার কাছ থেকে চার হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

আরও পড়ুন