ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরাঞ্চলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি | নীলফামারী ও পঞ্চগড় | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ৩০ মার্চ ২০১৮

নীলফামারীর ডিমলায় শুক্রবার সকালে শিলা বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশ কুড়ি ও খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামের শতাধিক বসতবাড়ির টিনের ছাদ শিলার আঘাতে ফুটা হয়ে গেছে।

ভারী শিলাবৃষ্টির কারণে ভুট্টা, মরিচ, পেঁয়াজসহ রবিশষ্যের ব্যাপক ক্ষতি হয়েছ। এ সময় বাইশপুকুর গ্রামের মোখলেছার রহমানের স্ত্রী মিনা বেগম (৩৫), ভোলা মামুদের ছেলে রমজান আলী (৫৪) ও নলিন রায়ের ছেলে চিত্র (৪৭) আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

media

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ইউপি চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করছেন।

এদিকে পঞ্চগড়ে শিলাবৃষ্টির কারণে বোরো, উন্নতজাতের টমেটো, গম, ভুট্টা ও রবিশষ্যসহ তরমুজ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে গেছে বিভিন্ন এলাকার আম ও লিচুর মুকুল। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন এলাকার তরমুজ চাষিরা।

media

শুক্রবার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সকাল ৯টা নাগাদ জেলা সদরে ৩৭ মিলিমিটার শিলাবৃষ্টি রেকর্ড করে স্থানীয় কৃষি বিভাগ। তবে তেঁতুলিয়া আবহাওয়া অফিস শিলাবৃষ্টির তথ্য জানাতে পারেনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সামছুল হক বলেন, তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অধিকাংশ এলাকায় আম ও লিচুর মুকুল ঝরে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাফিজাবাদ ইউনিয়নের তরমুজ ও উন্নত জাতের টমেটো খেত।

জাহিদুল/সফিকুল/এফএ/এমএস

আরও পড়ুন