ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:১৬ পিএম, ৩০ মার্চ ২০১৮

কিশোরগঞ্জের ইটনায় আসাদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জেলার ইটনা উপজেলা সদরের পশ্চিমগ্রাম দাসহাটি এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত আসাদ একই এলাকার নন্দিহাটি গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন কৃষক আসাদ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমগ্রাম দাসহাটি এলাকায় একটি বাড়ির পেছনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। গলা কাটা ছাড়াও তার পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কাটা দাগ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

আরও পড়ুন