শ্রীমঙ্গলে সোনার বাংলা মার্কেটে আগুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সোনার বাংলা মার্কেটে এই ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে মার্কেটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, কী কারণে বা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা সম্ভব না।
রিপন দে/এফএ/এমএস