ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়ের শ্লীলতাহানিতে বাধা দেয়ায় বাবাকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩১ মার্চ ২০১৮

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শারমিন আক্তার (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেয়ায় বাবা আজম খানকে (৫০) পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটে পাঁচ যুবক। উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের লালহাড়া গ্রামের শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত আজম খান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রীর ভাই রাকিবুল খান বাদী হয়ে শুক্রবার রাতে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত যুবকরা হলো- উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের লালহাড়া গ্রামের আজমত আলীর ছেলে আশরাফ (২৭),তার ভাই আবু বকর (২০),হযরত আলীর ছেলে আল-আমীন (২২),ময়নাল মিয়ার ছেলে রাব্বি (১৭), সাহেব আলীর ছেলে রবিন (১৭)।

আহত আজম খান বলেন, কিছুদিন আগে আমার ছেলের একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায় বখাটে ওই পাঁচ যুবক। এ ঘটনায় আমি দেলদুয়ার থানায় একটা জিডি (সাধারণ ডায়েরি) করি। এর প্রতিশোধ নিতে শুক্রবার সকালে আমার মেয়ে ও নাল্লাপাড়া বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তারের শ্লীলতাহানির চেষ্টা চালায় আশরাফ। এ সময় শারমিনের চিৎকারে আমি এগিয়ে গেলে বখাটে আশরাফ পালিয়ে যায়। পরে বখাটে বাবার কাছে এর বিচারের দাবি করি। এরপরই বেলা সাড়ে ১১টার দিকে আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে আশরাফসহ ওই পাঁচ যুবক রড, সিএনজির চেইন ও স্প্রিং দিয়ে আমাকে মারধর করে।

এ ঘটনায় অভিযুক্ত আশরাফের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ১০ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা ও তার বাবা আজম খানকে পিটিয়ে আহত করা অভিযোগে পেয়েছি। সত্যতা প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি

আরও পড়ুন