ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে মাদকসহ নারী ও যুবক আটক

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৬ জুলাই ২০১৫

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে এ অভিযান দুইটি চালানো হয়।

আটকরা হলেন, নগরীর সাগরদী দরগাঁবাড়ী এলাকার বাসিন্দা মো. আল-আমিন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (৩৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা মো. হেদায়েতের ছেলে মো. জিয়ারুল (৩৭)।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আনছার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান দুইটি চালানো হয়। এ সময় দরগাঁবাড়ী সংলগ্ন একটি বাসা থেকে ১৩০ পিস ইয়াবাসহ মমতাজ বেগমকে আটক করা হয়।

অন্যদিকে, আলেকান্দা কালু খাঁন সড়কের বিপরীতে স্বাধীনতা পার্ক সংলগ্ন এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ জিয়ারুলকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/এমআরআই