বাগেরহাটে আত্মসমর্পণ করবে ৩ বাহিনীর ২৭ বনদস্যু
সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু বাহিনী ডন, ছোট জাহাঙ্গীর ও সুমন বাহিনীর ২৭ দস্যু বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র জমা দিয়ে আসত্মসমর্পণ করবে।
আগামীকাল রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আনুষ্ঠানিকভাবে বনদস্যুরা আত্মসমর্পণ করবে বলে নিশ্চিত করেছেন র্যাব -৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম।
এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা এই আত্মসর্মপণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এর আগে ১৭টি বনদস্যু বাহিনীর ১৯০ জন বনদস্যু দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে র্যাবের হাতে ১৬ হাজার ৮৫৫ গুলি জমা দিয়ে আত্মসর্মপণ করেছিল।
এদিকে, সুন্দরবনের ইতিপূর্বে ১৭ বাহিনীর বনদস্যুরা আত্মসর্মপণ করলেও সুন্দরবনের বনদস্যুদের তৎপরতা থেমে নেই। সুন্দরবনে এখনো বেশ কয়েকটি বাহিনী জেলে-বনজীবীদের মুক্তিপণের দাবিতে অপহরণ বাণিজ্য চালিয়ে আসছে। আত্মসমর্পণ করা বা বন্দুকযুদ্ধে নিহত বাহিনীগুলোর দলছুট সদস্যরা নতুন নামে নতুন বাহিনী গঠন করে এই অপহরণ বাণিজ্য অব্যাহত রেখেছে।
সম্প্রতি বাগেরহাটের পূর্ব সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় জেলে বহরে হানা দিয়ে মাছ লুট ও অপহরণের ঘটনা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। শুধু মার্চ মাসে বনদস্যুদের হাতে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের মুক্তিপণের দাবিতে একাধিক অপহরণের ঘটনা ঘটে।
গত ২৮ মার্চ পূর্ব সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলে মুক্তিপণ দিয়ে ৬ দিন পর ফিরে আসতে সক্ষম হয়েছে।
জেলেদের মহাজনরা বিকাশের মাধ্যমে ৭৫ হাজার টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেয়া হয়। এর আগে গত ২৪ মার্চ রাতে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ভাইজোড়া খালে স্মার্ট পেট্রলিং টিমের সঙ্গে অজ্ঞাত বনদস্যুদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
শওকত আলী বাবু/এএম/আরআইপি