ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সারিয়াকান্দিতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৩১ মার্চ ২০১৮

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক নির্মাণ কাজের সময় বজ্রাঘাতে মোজাফ্ফর প্রামাণিক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টায় উপজেলার বয়রাকান্দিতে যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে।

সারিয়াকান্দি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান মোজাফ্ফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণ শ্রমিক মোজাফ্ফর ওই সময় তীর সংরক্ষণের ব্লক তৈরির কাজে নিয়োজিত ছিলেন।

লিমন বাসার/এএম/জেআইএম

আরও পড়ুন