মাদরাসাছাত্রকে বলাৎকার করে ভিডিও, গ্রেফতার ১
সিলেটের জকিগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারণের অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে পৌরশহর থেকে গ্রেফতার করে।
গ্রেফতার বখাটে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুল মুকিতের ছেলে পারভেজ আহমদ (২৭)। গত ১৬ মার্চ বখাটে পারভেজ মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রকে দিনের বেলায় জকিগঞ্জ বাজারে একটি দোকানের নির্জন কক্ষে নিয়ে বলাৎকার করে ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই মাদরসাছাত্র বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেন।
জকিগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, মাদরাসাছাত্র থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বখাটে পারভেজকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে।
ছামির মাহমুদ/এএম/জেআইএম