ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাসপোর্ট কর্মকর্তাকে হত্যাচেষ্টা : যুবলীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০১ এপ্রিল ২০১৮

বগুড়ায় পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা সাহজাহান কবিরকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার যুবলীগ নেতা মোস্তাকিম রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আবু রায়হান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোস্তাকিম রহমান বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, একই আদালতে মোস্তাকিম ছাড়াও গ্রেফতার হওয়া তার চার সহযোগী হাসান আলী (২৬), রাসেল মিয়া (৩০), জীবন (২১) এবং মিলুকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত ওই চারজনের রিমান্ড শুনানি করেননি।

এর আগে শুক্রবার দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার সাতকুরি বাজার থেকে মোস্তাকিমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার এড়াতে মোস্তাকিম সীমান্তপথে ভারতে পালাচ্ছিলেন।

২০১২ সালের ২৯ নভেম্বর শহরের খান্দার এলাকায় বগুড়া শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান ওরফে সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। মোস্তাকিম ওই মামলারও প্রধান আসামি। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাহজাহান কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হত্যাচেষ্টা চালানো হয়।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী সাজেনুর রহমান বাদী হয়ে বগুড়ার শজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোস্তাকিমসহ যুবলীগের ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা শাখায় রয়েছে। আহত সাহজাহান কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

লিমন বাসার/এএম/জেআইএম

আরও পড়ুন