ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ট্রেনের যাত্রাবিরতি চেয়ে আল্টিমেটাম

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ এপ্রিল ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবারিত চেয়ে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি করে এ আল্টিমেটাম দেয়া হয়।

মানববন্ধন থেকে ওই চার আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধেরও দাবি জানানো হয়। মানববন্ধনে নাগরিক কমিটি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউর রহমান লিটন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাজস্ব আদায়ের দিক থেকে ঢাকা, বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেটের পরেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের অবস্থান। অথচ এ স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। টিকিট কালোবাজারিও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই কেননা তাদের জন্য টিকিট সংরক্ষণ করা থাকে।

বক্তারা আরও বলেন, যদি আগামী ১৫ দিনের মধ্যে এসব সমস্যার সমাধান করে চার আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে না দেয়া হয় তাহলে জেলার সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথ ও রেলপথ অবরোধের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

আরও পড়ুন