ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের একটি বাস কাউন্টারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক।

তিনি জাগো নিউজকে জানান, দুপুরে বিশ্বরোড মোড়ে ইকোনো পরিবহনের টিকিট কাউন্টারের সামনে অজ্ঞাত ওই নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, স্থানীদের সাথে কথা বলে জানা গেছে ওই নারী শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বিশ্বরোড মোড়ের একটি ফার্মেসি থেকে ইনহেলারও কিনেছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

আরও পড়ুন