বগুড়ায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩
প্রতীকী ছবি
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এক নারীও রয়েছেন।
পুলিশ জানান, রোববার মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশ বগুড়া শহরের জামিলনগরে অভিযান চালিয়ে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন ও নারীসহ দুইজনকে এবং সোমবার ভোরে বগুড়া সদর থানা পুলিশ শহরের কলোনী এলাকা থেকে একজনকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানা পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, সোমবার ভোরে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে জালাল হোসেন ঝন্টুকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঝন্টুর বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, হুমকি ধামকিসসহ অর্ধডজন মামলা রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, রোববার রাতে বগুড়া শহরের জামিলনগর এলাকায় অভিযান চালিয়ে জেলার গাবতলী উপজেলার রামেশ্বপুর উত্তরপাড়া গ্রামের আবু শাহীনের স্ত্রী শামিমা আক্তার ওরফে সুমি (৩২) ও শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে মোস্তাফিজার রহমান ওরফে মোস্তাককে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
লিমন বাসার/এএম/এমএস