সাব-রেজিস্ট্রারের ঘুষ দাবি, দলিল লেখকদের কলম বিরতি
ঘুষ দাবির প্রতিবাদে সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় কলম বিরতি কর্মসূচি পালন করছেন দলিল লেখকরা। মঙ্গলবার সকাল থেকে সলঙ্গা দলিল লেখক সমিতির সামনে এ কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, রেজিস্ট্রেশন আইনের যাবতীয় বিধি অনুযায়ী আমরা দীর্ঘদিন ধরে দলিল লিখে আসছি।
কিন্তু সাব-রেজিস্ট্রার হিসেবে খালেদা সুলতানা যোগদানের পর থেকে দলিল দাতা, গ্রহীতা ও লেখকরা তার দুর্নীতির শিকার হচ্ছি। রেজিস্ট্রেশনের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার ঘুষ আদায়ের জন্য মনগড়াভাবে কাগজপত্র চেয়ে থাকেন।
অন্যথায় দলিল রেজিস্ট্রি হয় না। তার অনৈতিক দাবি আদায়ে দলিল রেজিস্ট্রির সময় দাতা/গ্রহীতা এবং দলিল লেখকদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। এসব কারণে বাধ্য হয়ে আমরা কলম বিরতি কর্মসূচি পালন করছি। সাব-রেজিস্ট্রারের অপসারণ না হওয়া পর্যন্ত এ কলম বিরতি অব্যাহত থাকবে বলেও জানান সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ সময় সমিতির সভাপতি আব্দুল বারি মিয়া, সাবেক সভাপতি হোসাইন আলী ও আব্দুল করিমসহ সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের